Home

বোয়ালমারী ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বিয়েট পলিটেকনিক কলেজ) বাতায়নে স্বাগতম। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা শহরের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে কলেজটি অবস্থিত। ফরিদপুর জেলার কোন উপজেলার অবস্থিত একমাত্র পলিটেকনিক ইন্সটিটিউট যার প্রতিষ্ঠান কোড: ৪৬০৮৩। এই পলিটেকনিক কলেজটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়  ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমদিত। অত্র কলেজটি বেসরকারি উদ্যোগে ২০১৫ সালে স্থাপন করা হয় এবং একই সালে স্থাপনার অনুমোদ প্রাপ্ত হয় ও ২০১৬ সাল থেকে সরকার কর্তৃক পাঠদান অনুমোদন লাভ করে। কলেজটিতে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের  চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে পাঠ দান করা হয়। অত্র কলেজেই প্রতিষ্ঠান মূল্যায় পরীক্ষা কেন্দ্র প্রাপ্ত হয়েছে যার কোড: ৪৬০৮৩। এই কলেজে সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি বিষয়ের কোর্স  চালু আছে। চার বছরে মোট ৮টি সেমিস্টার রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অগ্রপ্রধান খাত হচ্ছে দেশে কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরী করা, মাননীয় প্রধানমন্ত্রীর ভিষন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নারী শিক্ষায় ২০১৬ সাল থেকে  অবদান রেখে চলছে, নারী শিক্ষার্থীর হার প্রায় ৪১%। এস.এস.সি/সমমান পাশের পরে যে কোন বিভাগ থেকে পাশ করলে অনলাইনে অত্র কলেজে ভর্তি  হওয়া যায় এবং কলেজের রেজিষ্ট্রেশন, ফরম ফিলাপ, প্রশ্নপত্র ব্যবস্থাপনা ও যাবতীয় কাজ বোর্ডের অনলাইন মাধ্যমে পরিচালিত হয়। অভিজ্ঞ শিক্ষক ও সুদক্ষ কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রমে কলেজটি কাঙ্ক্ষিত ফলাফল প্রদানে সক্ষম। লেখাপড়ার পাশাপাশি যাবতীয় সহ-শিক্ষাক্রমিক কার্যক্রম সুচারুরূপে পরিচালিত হয়।